বিএসসির পর্ষদে বেক্সিমকো লিমিটেড

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পর্ষদে এসেছে তালিকাভুক্ত আরেক কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত বিএসসির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির পর্ষদে বেক্সিমকো লিমিটেডর অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে বিএসইসির পর্ষদে বেক্সিমকো লিমিটেডের প্রতিনিধি হিসেবে মোস্তফা জামানুল বাহার শেয়ারধারী পরিচালক নির্বাচিত হয়েছেন। গত ২৩ নভেম্বর রেকর্ড ডেটের সময় পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের কাছে বিএসসির দশমিক ২৫ শতাংশ শেয়ার ছিল।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপরিশ করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন