দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর পরিচালক হিসেবে আবারো নির্বাচিত হতে যাচ্ছেন মো. শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান। পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ১ ডিসেম্বর পর্যন্ত এ দুজন ছাড়া আর কেউ ফরম সংগ্রহ করেননি। ফলে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ দুজন নির্বাচিত হতে যাচ্ছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্যানুসারে পরিচালক হিসেবে মো. শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহানের তিন বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল। এজন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে ডিএসইর পরিচালনা পর্ষদ। কমিশনের চেয়ারম্যান করা হয় উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে। ২২ ডিসেম্বর ডিএসইর শেয়ারধারী পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত রয়েছে।