আইএসের শীর্ষ নেতা নিহত, নতুন নেতা আবু আল-হুসেইন

বণিক বার্তা অনলাইন

জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি যুদ্ধে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এক অডিওবার্তায় এমন দাবি করেছে গোষ্ঠীটির মুখপাত্র আবু ওমর আল-মুহাজের। তিনি কবে, কোথায় নিহত হয়েছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স। 

আন্তর্জাতিক গণমাধ্যমে এক অডিওবার্তায় তিনি জানান, কুরায়েশি যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন। এখন থেকে নতুন নেতা আবু আল হুসেইন আল-হুসেইনি আল কুরাশি। মৃত্যুর কথা নিশ্চিত করলেও, মৃত্যুর কারণ, সময় ও স্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি সুন্নিপন্থী সন্ত্রাসীগোষ্ঠীটি। বিবৃতিতেতে শুধু বলা হয়েছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছেন তিনি। এদিকে, নতুন শীর্ষ নেতার সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে, মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি গত মধ্য অক্টোবরের দিকে নিহত হন। সেন্টকমের কর্নেল জো বুকিনো মুখপাত্র বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রাহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে আইএসের এই শীর্ষ নেতা নিহত হন। আইএস ওই অঞ্চলের জন্য হুমকি।  

এর আগে যিনি জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন তিনি সিরিয়ার মার্কিন বাহিনীর অভিযানের সময় আত্মঘাতী হন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন