গাজায় দুর্ভিক্ষের খুব বেশি ঝুঁকি দেখছেন মার্কিন কর্মকর্তা

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

গাজায় দুর্ভিক্ষের খুব বেশি ঝুঁকি রয়েছে। মানবিক সহায়তার জন্য যথেষ্ট কাজ করা বাকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা ডেভিড স্যাটারফিল্ড। তিনি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তাবিষয়ক বিশেষ দূত। খবর রয়টার্স।

ডেভিড স্যাটারফিল্ড বলেন, ‘যুদ্ধ-বিধ্বস্ত গাজা জুড়ে দুর্ভিক্ষের ঝুঁকি খুব বেশি। বিশেষ করে উত্তরাঞ্চলে। সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র, ঘনবসতিপূর্ণ এলাকা। এই অংশে সাহায্যের জন্য আরো কিছু করা প্রয়োজন।’

গাজার ক্ষমতাসীন ইসলামপন্থী সংগঠন হামাসের বিরুদ্ধে অক্টোবরে আকাশ ও স্থল আক্রমণ শুরু করার পর থেকে ছয় মাসে মানবিক সহায়তা পরিবহণ এবং বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েল। এ অভিযোগ জাতিসংঘের।

ইসরায়েলের সামরিক অভিযানে পর থেকে ২৩ লাখ লোকের ভূখণ্ডটি একটি বর্জ্যভূমিতে পরিণত হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি গত মঙ্গলবার বলেছেন, এপ্রিল মাসে গাজায় প্রবেশকারী ট্রাকের দৈনিক গড় সংখ্যা ছিল ২০০ এবং সোমবার ছিল ৩১৬।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন