ছয় উইকেটের জয়ে সিরিজে ২-০-তে এগিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জয় শেষে অতিথি দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয় ছবি: আজীম অনন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০-তে এগিয়ে গেল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১৩৯ রানের টার্গেট তারা ছুঁয়েছে ৯ বল হাতে রেখে। আগামীকাল একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচ। এরপর ঢাকায় ১০ ও ১২ মে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

৯৩ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে দেয়ার ইঙ্গিত দিচ্ছিল জিম্বাবুয়ে। যদিও তাদের আর কোনো সুযোগ দিলেন না অভিজ্ঞ মাহমদুউল্লাহ ও মিডল অর্ডারে ভরসার নাম হয়ে ওঠা তাওহিদ হৃদয়। ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাওহিদ ২৫ বলে ৩৭ ও মাহমুদউল্লাহ ১৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। 

ওপেনিং জুটিতে লিটন দাসকে নিয়ে ৪১ রান তোলার পর সাজঘরে ফিরেছেন প্রথম ম্যাচে অভিষেকে ফিফটি করা তানজিদ হাসান। গতকাল ১৯ বলে ১৮ রান করেন তিনি। রানখরায় ভোগা লিটন দাস এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে টানছিলেন। যদিও দশম ওভারে তিন বলের ব্যবধানে এ দুজনকে সাজঘরে ফেরান লুক জঙ্গুই। জাকের আলী অনিক আশা দেখালেও ১২ বলে ১৩ রান করে রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে যান (৯৩/৪)।

জিম্বাবুয়ে বোলারদের এরপর আর কোনো সুযোগই দেননি মাহমুদউল্লাহ ও তাওহিদ। এর আগে টস জিতে বোলিং বেছে নেয়া বাংলাদেশ ৪২ রানে অতিথি দলের ৫ উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত দলটি ১৩৮ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায়। তাসকিন আহমেদ ও সাইফউদ্দিনের তোপের মুখে দলীয় ৩০ রানে তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গাম্বিকে হারায় জিম্বাবুয়ে। এরপর স্পিনার রিশাদ হোসেনের জোড়া আঘাতে অতিথি দলের স্কোরটা হয়ে যায় ৩৬/৪। তিনি সিকান্দার রাজা ও ক্লাইভ মাদান্দের উইকেট নেন। একাদশতম ওভারে ক্রেগ আরভিনকে সাজঘরে ফেরান স্পিনার মেহেদী হাসান। 

এরপর সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের পুত্র জোনাথন ক্যাম্পবেলের ব্যাটে জিম্বাবুয়ের স্কোর ১০০ ছাড়ায়। ব্রায়ান বেনেটকে নিয়ে তিনি ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রান যোগ করেন। ১৮তম ওভারে শরিফুলের শিকার হন জোনাথন। ২৪ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৪৫ রান করেন তিনি। বেনেট ২৯ বলে ৪৪ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহটা ভদ্রস্থ করেন।

তাসকিন আহমেদ ১৮ রানে দুটি, রিশাদ হোসেন ৩৩ রানে দুটি এবং শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।   

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৮/৭ (জোনাথন ৪৫, বেনেট ৪৪*; তাসকিন ২/১৮, রিশাদ ২/৩৩)। বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১৪২/৪ (তাওহিদ ৩৭*, মাহমুদউল্লাহ ২৬*, লিটন ২৩, তানজিদ ১৮, শান্ত ১৬; জঙ্গুই ২/৩৫)। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: তাওহিদ হৃদয় (বাংলাদেশ)। সিরিজ: বাংলাদেশ ২-০-তে এগিয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন