অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের সিদ্ধান্ত সরকারের -চট্টগ্রামে তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

সরকার অনিবন্ধিত অনলাইন ও ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

এ সময় বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌফিক সাঈদ, দৈনিক আমাদের সময়-এর সম্পাদক আবুল মোমেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তা এমনি দেননি। এরই মধ্যে দেশে সে ধরনের অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে নিজেকে তৈরি করতে পারলেই স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হওয়া সম্ভব।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন