বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি

বণিক বার্তা ডেস্ক

সাতক্ষীরায় গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ট্রাক ছবি: নিজস্ব আলোকচিত্রী

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল, বগুড়া ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

সাতক্ষীরা: গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন সাতক্ষীরার কয়েকজন শ্রমিক। পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। গতকাল ভোরে তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ধানের বস্তা চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান। এছাড়া আহত হন ১২ জন।

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।

তালা থানার ওসি মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ২ ঘণ্টা নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন। পরে লরিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোঁতা মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ফারুক রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে আড়াইহাজার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্যবাহী লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নোয়াখালী: সুবর্ণচরে পাওয়ার টিলারচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের বাঁধের হাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. রিফাত (৬) পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিল পাওয়ার টিলার। এ সময় রাস্তায় শিশুটি চলন্ত পাওয়ার টিলারে উঠতে চেষ্টা করে। ওই সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

সুবর্ণচর থানার ওসি কাউছার আলম ভূঁইয়া জানান, নিহতের পরিবার এ ব্যাপারে অভিযোগ করেনি। পাওয়ার টিলারটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারানো একটি কনটেইনারবাহী লরিচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গত শুক্রবার রাতে পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কের বাটারফ্লাই পার্কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আসাদুজ্জামান সানি (১৯) ও সাকিব (৫)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

পতেঙ্গা থানার এসআই মো. সেলিম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লরিটি প্রজাপতি পার্কের সামনের রাস্তা দিয়ে টানেল সড়কে যাচ্ছিল। বাঁয়ে মোড় নেয়ার সময় লরিটি সেখানে থাকা পাঁচজনকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়।

টাঙ্গাইল: ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান মিশু (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কষ্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কয়েড়া গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মোটরসাইকেলে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়েড়া ফিরছিল মেহেদী হাসান। পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়ায় পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে ছিটকে পড়ে মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মেহেদীর।

বগুড়া: জেলার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তোঁতা মিয়া (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে। তোঁতা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন জানান, মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় চালককে আটক করা সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জ: লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে শোডাউন দিতে দিয়ে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে স্বপ্নীল ব্যাপারী (২০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী। শুক্রবার রাত ৮টার উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। স্বপ্নীল ব্যাপারী মেদিনীমণ্ডল ইউনিয়নের মাহমুদপট্টি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী বিএম সোয়েবের জনসভা ছিল উপজেলার হলদিয়ায়। ওই জনসভায় যোগ দিতে মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খানের নেতৃত্বে প্রায় ১০০ মোটর সাইকেল শোডাউনে অংশ নেয়। এ সময় জনসভায় যাওয়ার পথে উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রবাড়ীতে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন দুজন। এদের মধ্যে আহত স্বপ্নীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন