
গত সপ্তাহে পুঁজিবাজার তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৫ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের চার কার্যদিবসে বিডি মনোস্পুলের শেয়ারদর ২৬৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৩৬০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯৩ টাকা ৬০ পয়সা বা ৩৫ দশমিক শূন্য ৩ শতাংশ। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির মোট ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।