এফবিসিসিআই ও গ্রেটার নিউইয়র্ক চেম্বারের মধ্যে চুক্তি

যুক্তরাষ্ট্রের মূলধারার অর্থনীতি বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে এফবিসিসিআই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বঙ্গবন্ধুর ভিশন বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে শীর্ষক সেমিনারে চুক্তিস্বাক্ষর হয়। চুক্তিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গ্রেটার নিউইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ স্বাক্ষর করেন।

বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। সময় মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও আমদানির আহ্বান জানান তিনি।

সময় এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ দশমিক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। বিগত দশকে ব্যাপক আর্থসামাজিক অগ্রগতির পরও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনো অটুট রয়েছে।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন