দেশের বাইরে ‘হাওয়া’র নতুন রেকর্ড

ফিচার প্রতিবেদক

মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে মেজবাউর রহমান সুমনের হাওয়া। এবার দেশের বাইরে নতুন ইতিহাস করল সিনেমাটি। প্রথম কোনো বাংলাদেশী সিনেমা হিসেবে রেকর্ড টানা চতুর্থ সপ্তাহে চলছে যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

২৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের শোকেইস চেইনে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস থিয়েটারে টানা চতুর্থ সপ্তাহেও বইছে হাওয়া। এর আগে রেকর্ড টানা তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই থিয়েটারে চলেছে দেবী অবশ্য দেবীর আয় এই থিয়েটারে দ্বিতীয় সপ্তাহেই ছাড়িয়েছে হাওয়া। ৭৩ থিয়েটারে মুক্তির পর পুরো আমেরিকায় আয়ের দিক দিয়ে বাংলাদেশী সব সিনেমার রেকর্ড মাত্র চারদিনেই ভেঙেছে ছবিটি। মুক্তির প্রথম চারদিনে লেবার ডে উইকেন্ডে বক্স অফিসে ঝড় তুলে বক্স অফিস কমস্কোরের ইউএস টপচার্টে ২৭ নম্বরে এসেছে হাওয়া। দেশে গত ২৯ জুলাই মুক্তি পায় এটি। এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল রিজভী রাজু অভিনয় করেছেন সিনেমায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন