১৮ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক

ফিচার প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত শিল্পকলা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের উদ্দেশ্য দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের অবদানকে সম্মান স্বীকৃতি জানানো। আজ শিল্পকলা পদক ২০১৯ ২০২০ প্রদান করা হবে।

বিকাল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। দেশের অবদানের জন্য শিল্পকলা পদক ২০১৯ ২০২০ দেয়া হচ্ছে ১৮ গুণী ব্যক্তিত্ব দুটি সংগঠনকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন