শ্রীলংকাকে আইএমএফের মাধ্যমে সাহায্য করবে ভারত: জয়শঙ্কর

বণিক বার্তা অনলাইন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : রয়টার্স

ভারত শ্রীলংকাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে সাহায্য করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে শ্রীলংকার সংবাদ মাধ্যম নিউজওয়্যার।

ব্যাংককের একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় জয়শঙ্কর বলেন, বর্তমানে বেইলআউট প্যাকেজের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা করছে শ্রীলংকার সরকার। সংস্থাটির মাধ্যমে ভারত যে কোনো সাহায্য করবে প্রতিবেশী দেশকে। এটি আমরা স্বাভাবিকভাবেই করব।

তিনি বলেন, শ্রীলংকাকে সহায়তা করার জন্য ভারত তার সামর্থ্যের সর্বোত্তম চেষ্টা করেছে। শুধুমাত্র এ বছর ভারত শ্রীলংকাকে ৩৮০ কোটি ডলার সহায়তা দিয়েছে। লাইন অব ক্রেডিট ও মুদ্রা বিনিময়ের মাধ্যমে এ সহায়তা দিয়েছে নয়াদিল্লি।

বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি। এর মধ্যেই জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি রয়েছে দ্বীপ রাষ্ট্রটিতে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন