শ্রীলংকায় কমছে গ্যাসের দাম

বণিক বার্তা অনলাইন

শ্রীলংকায় কমানো হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)দাম। আগামী সোমবার মধ্যরাত থেকে দেশটিতে নতুন হ্রাসকৃত দামে এলপিজি বিক্রি হবে বলে জানিয়েছেন লিট্রো গ্যাস কোম্পানির চেয়ারম্যান মুদিথা পেইরিস। খবর কলম্বো পেজ।

নতুন ঘোষণা অনুযায়ী গৃহস্থালী কাজে ব্যবহৃত সাড়ে ১২ কেজি গ্যাসের সিলিন্ডারে দাম কমতে যাচ্ছে ২০০ রুপি। শ্রীলংকার অর্থ মন্ত্রণালয় এবং ভোক্তা বিষয়ক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া মুদিথা পেইরিস জানিয়েছেন, লিট্রো গ্যাস কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে। যা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত দেশের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের জন্য গ্যাসের চালানও নিশ্চিত হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে গ্যাস আনলোড করা না গেলে দুই একদিন দেরি হতে পারে। তবে জনগণ যেনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই গ্যাস সংগ্রহ করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন লিট্রো গ্যাসের চেয়ারম্যান। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন