দ্বিতীয় প্রান্তিকে এলসিডি প্যানেল বিক্রি কমেছে ১১.৩%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এলসিডি প্যানেল বিক্রি ১১ দশমিক শতাংশ কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি চীনে লকডাউনের ফলে মনিটর ব্র্যান্ডগুলো এলসিডি প্যানেল ক্রয় কমিয়ে দেয়ায় এমনটা হয়েছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের সাম্প্রতিক এক প্রাক্কলনে বলা হয়, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এলসিডি প্যানেল বিক্রি হয়েছে কোটি ২৫ লাখ ইউনিট। প্রথম প্রান্তিকের তুলনায় যা কমেছে ১১ দশমিক শতাংশ।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে উচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল মনিটর ব্র্যান্ডগুলো। ২০২১ জুড়ে এলসিডি প্যানেল স্বল্পতার বিষয়টি আমলে নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে অতিরিক্ত প্যানেল ক্রয় করেছে মনিটর নির্মাতা ব্র্যান্ডগুলো। ব্যাপক চাহিদার ওপর দাঁড়িয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে এলসিডি মনিটর প্যানেল বিক্রি হয়েছিল কোটি ৭৯ লাখ ইউনিট, যা বছরওয়ারি বেড়েছে ২০ শতাংশ। প্রথম প্রান্তিকে বৈশ্বিক এলসিডি প্যানেল বিক্রি ২০১২ পরবর্তী সর্বোচ্চে দাঁড়িয়েছিল।

ফেব্রুয়ারির শেষ দিকে বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক পটপরিবর্তন হতে শুরু করে। ভোক্তা চাহিদা হ্রাসে মনিটর ব্র্যান্ডগুলো তাদের এলসিডি প্যানেল আমদানি লক্ষ্যমাত্রা কমায়। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদহার বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতির কারণে মূলধন ব্যয়ের ক্ষেত্রে সতর্কভাবে এগোচ্ছে বিভিন্ন কোম্পানি।

এলসিডি প্যানেল মনিটরের মজুদ বৃদ্ধিতে দ্বিতীয়ার্ধে নতুন ক্রয় কমাতে চাপে রয়েছে মনিটর কোম্পানিগুলো। ট্রেন্ডফোর্সের পূর্বাভাস চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোটি ৭৮ লাখ ইউনিট এলসিডি মনিটর প্যানেল বিক্রি হবে, যা পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে ১১ দশমিক শতাংশ কমবে। তবে বছরের শেষ প্রান্তিকে বিক্রি প্রান্তিকওয়ারি দশমিক শতাংশ বেড়ে কোটি ৮৮ লাখ ইউনিটে দাঁড়াবে। ২০২২ সালে বৈশ্বিক এলসিডি প্যানেল বিক্রি হবে ১৬ কোটি ৭০ লাখ ইউনিট, যা আগের বছরের চেয়ে দশমিক শতাংশ কম।

এদিকে লন্ডনভিত্তিক বিশ্লেষক পরামর্শক সংস্থা ওমদিয়ার অন্য এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে বড় আকারের টিএফটি এলসিডি ডিসপ্লে প্যানেল বিক্রি ছিল মহামারী শুরু-পরবর্তী রেকর্ড সর্বনিম্ন। দ্বিতীয় প্রান্তিকের শুরুর মাসে টিএফটি এলসিডি প্যানেল বিক্রি মাসওয়ারি ১০ শতাংশ কমে কোটি ৪১ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। চীনে নতুন করে সংক্রমণ ঠেকাতে নেয়া লকডাউন ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপে শ্লথগতিতে প্রভাব পড়েছে। নয় ইঞ্চির চেয়ে বড় আকারের ডিসপ্লেকে টিএফটি এলসিডি ডিসপ্লে হিসেবে চিহ্নিত করে ওমদিয়া।

গত বছরের তৃতীয় প্রান্তিক থেকেই টিভি প্যানেলের দাম কমছে। এতে ২০২১ সালের ডিসেম্বর টিভি প্যানেল বিক্রি রেকর্ড সর্বোচ্চ কোটি ৩৪ লাখ ইউনিটে দাঁড়ায়। কিন্তু ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ইউক্রেন সংকট চীনা লকডাউনে টিভি প্যানেলের চাহিদা কমেছে। এতে গত এপ্রিলে টিভি প্যানেল বিক্রি হয়েছে কোটি ১৭ লাখ ইউনিট, যা মাসওয়ারি কমেছে শতাংশ।

ওমদিয়ার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ট্যাবলেট পিসি প্যানেলের চাহিদা করোনা বিধ্বস্ত ২০২০ সালের মাত্রায় নেমে আসবে। ২০২২ সালের দ্বিতীয় থেকে চতুর্থ প্রান্তিকে ট্যাবলেট পিসি বিক্রি প্রতি প্রান্তিকে কোটি ৮০ লাখ ইউনিট থেকে কোটি ইউনিট থাকতে পারে। এতে চলতি বছরে ২৪ কোটি ইউনিট ট্যাবলেট পিসি প্যানেল বিক্রির পূর্বাভাস ওমদিয়ার। ২০২১ সালের তুলনায় যা ১৪ শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন