পেটকাটা ষ ওয়েব সিরিজের দৃশ্যে চঞ্চল চৌধুরী

ফিচার প্রতিবেদক

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি করেছেন অ্যান্থোলজি ওয়েব সিরিজ পেটকাটা লোকমুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি সিরিজ। চরকি অরিজিনালে আজ সিরিজটির দ্বীতীয় পর্ব মিষ্টি কিছু আসছে।  অ্যান্থোলজি ওয়েব সিরিজ পেট কাটা প্রথম পর্ব এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ মুক্তি পায় এপ্রিল।

মিষ্টি কিছু মূল ভূমিকায় দেখা যাবে আফজাল হোসেন চঞ্চল চৌধুরীকে। সেই সঙ্গে দেখা যাবে কাজী নওশাবা আহমেদ, খালেদ আহমেদ রুমি, মোমো আলি, মায়মুনা ইসলাম মেধা, মোহনা হোসেনসহ অনেককেই।

সিরিজটি নিয়ে পরিচালক নুহাশ হুমায়ূন জানান, কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এসব ক্ল্যাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। গল্পগুলোকে এক স্ক্রিনে আনার সময় এসেছে। গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা তে সেই ক্ল্যাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন