২০২১ সাল

কেনিয়ার কফি রফতানি কমলেও বেড়েছে আয়

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীতে সৃষ্ট বহুমুখী প্রতিবন্ধকতার কারণে গত বছর কেনিয়ার কফি রফতানির পরিমাণ কমেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে পণ্যটির রফতানি আয় বেড়েছে। কেনিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

কেনিয়া ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (কেএনবিএস) জানায়, গত বছর জানুয়ারি-নভেম্বর পর্যন্ত কেনিয়া কফি রফতানি করে ২১ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। ২০২০ সালে কফি রফতানি করে দেশটি আয় করেছিল ১৯ কোটি ৬০ লাখ ডলার।

কেএনবিএসের দেয়া তথ্যমতে, ২০২১ সালে কেনিয়ার কফির দাম ডলার থেকে ডলার সেন্টের মধ্যে ওঠানামা করেছে। ২০২০ সালে দাম ছিল ডলার সেন্ট থেকে ডলার সেন্ট।

আয় বাড়লেও দেশটির কফি রফতানির পরিমাণ কমেছে। কারণ টানা দ্বিতীয় বছরের মতো কেনিয়ার কফি উৎপাদন মন্দার মধ্যে রয়েছে। ২০২১ সালের ১১ মাসে কেনিয়া ৩৫ হাজার ১৬৩ টন কফি রফতানি করে। ২০২০ সালের একই সময় রফতানির পরিমাণ ছিল ৪০ হাজার ৯৮০ টন। দেশটি প্রতি মাসে গড়ে আড়াই হাজার টন কফি রফতানি করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন