রাশিয়ান গমের রফতানি মূল্য কমেছে

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ান গমের রফতানি মূল্য কমেছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রার (রুবল) বিনিময় মূল্য কমায় গত সপ্তাহে বাজারদরে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়। এর আগে মস্কো ইউক্রেনের মধ্যে চলমান বিরোধের প্রভাবে পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল বলে জানান বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে হামলা দখলদারিত্ব চালাতে পারে। কিন্তু মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই। তবে নির্দিষ্ট দাবি না মেনে নিলে ইউক্রেনের বিরুদ্ধে অঘোষিত সামরিক পদক্ষেপ নিতে পারে রাশিয়া। দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই শিকাগো বোর্ড অব ট্রেডে রাশিয়ান গমের দাম বেড়ে যায়। তবে সর্বশেষ সপ্তাহে দাম কমেছে।

কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, কৃষ্ণ সাগরীয় বন্দরগুলোয় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য বোঝাইকৃত ১২ দশমিক শতাংশ প্রোটিনসমৃদ্ধ রাশিয়ান গমের দাম ফ্রি অন বোর্ডে (এফওবি) টনপ্রতি ৩২৬ ডলারে উন্নীত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ডলার।

গত বছরের জুলাইয়ে রাশিয়ায় ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের এখন পর্যন্ত দেশটির গম রফতানি ৪০ শতাংশ কমেছে। মূলত আবাদ কমে যাওয়ায় এবং উচ্চ শুল্কহারের কারণে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছর রাশিয়ায় গম রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন