ভারতে দৈনিক শনাক্ত কমেছে, একদিনে ৪৮৮ মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। দৈনিক সংক্রমণ তিন লাখের বেশিই রয়ে গেছে এখনো। গতকাল শুক্রবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জন, একদিনের ব্যবধানে সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ। দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৭৩১ জন।

একই সময়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। এতে করে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৮৮৪ জনে। 

শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৪৮২ জন।

গত একদিনে কভিডে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালায়। রাজ্যটিতে একদিনে মারা গেছেন ১০৬ জন। এছাড়া মহারাষ্ট্রে ৫২, দিল্লিতে ৩৮, পশ্চিমবঙ্গে ৩৫, তামিলনাড়ুতে ৩৩, কর্নাটক এবং উত্তরপ্রদেশে ২২ জন প্রাণ হারিয়েছেন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৯টি প্রদেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০ জনে। তবে মহারাষ্ট্র, রাজস্থান ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন