ফিলিপাইনে বিশ্বের বৃহত্তম স্টোর চালু আইকিয়ার

বণিক বার্তা ডেস্ক

রাজধানী ম্যানিলার একটি অভিজাত এলাকায় চালু হয়েছে দ্বিতলবিশিষ্ট আইকিয়া স্টোরটি ছবি: আইকিয়া

ফিলিপাইনে নিজেদের সর্ববৃহৎ স্টোর চালু করেছে আইকিয়া। রাজধানী ম্যানিলায় চালু হওয়া স্টোরটি লাখ ৩০ হাজার বর্গফুটের একটি ফ্যাসিলিটিতে নির্মিত হয়েছে। এশিয়ায় সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ফিলিপাইনে নিজেদের বৃহত্তম স্টোর চালু করল সুইডিশ আসবাব নির্মাতা জায়ান্টটি। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

দ্বিতল স্টোরটি লাখ ৭০ হাজার বর্গফুটের। এতে রয়েছে খাবার কক্ষ, শোরুম, ওয়্যারহাউজ, একটি -কমার্স ফ্যাসিলিটি একটি কল সেন্টার।

গত সপ্তাহে ম্যানিলায় আইকিয়া স্টোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থিওডরো লকচিন বাণিজ্য সচিব র্যামন লোপেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সব অতিথি দর্শনার্থীকে সুইডিশ মিটবল দিয়ে আপ্যায়ন করা হয়।

স্টোর ম্যানেজার জর্জ প্ল্যাজার জানান, করোনা বিধিনিষেধ অব্যাহত রাখায় স্টোরটি চালুতে বিলম্ব করেছে আইকিয়া। এরই মধ্যে অনলাইনে গৃহীত অর্ডারে পরবর্তী দুই সপ্তাহের বুকিং শেষ হয়েছে। স্টোরে এসে সরাসরি পণ্য ক্রয়ে গ্রাহকদের মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ফিলিপাইনে বৃহৎ স্টোর এমন সময় চালু হলো যখন কোম্পানিটি অনলাইনে মনোযোগ বাড়াচ্ছে। গত বছর আইকিয়ার বৈশ্বিক বিক্রি ২৬ শতাংশ হয়েছে অনলাইন মাধ্যমে। এছাড়া ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বড় আকারের স্টোর চালুর কথাও ভাবছে আইকিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন