নর্দান ইউনিভার্সিটি

উপাচার্য পদে অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পুনর্নিয়োগ

দ্বিতীয়বারের মতো নর্দান ইউনিভার্সিটির অধ্যাপক . আনোয়ার হোসেনকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

অধ্যাপক . আনোয়ার হোসেন ৫০ বছর ধরে অধ্যাপনা পেশায় নিযুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৬৭ ১৯৬৮ সালে সমাজবিজ্ঞানে প্রথম হয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে সেপ্টেম্বরে . আনোয়ার হোসেন আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ব্লুমিংটন ক্যাম্পাসে স্নাতকোত্তর ছাত্র হিসেবে পোর্ড ফাউন্ডেশনের স্কলারশিপ নিয়ে যোগদান করেন। ১৯৭১ সালে ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭২ সালে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) যোগদান করেন। অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট টিচার অব ফরেন অরিজিন অ্যাওয়ার্ড-২০১৭- ভূষিত হন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন