তাইওয়ানে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র তা প্রতিহত করবে: বাইডেন

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি তাইওয়ানে চীন হামলা চালায়, তাহলে তাইওয়ানের পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের সুরক্ষায় যাবতীয় সহযোগিতা দেয়া হবে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কোনো ব্যত্যয় ঘটবে না। তাইওয়ানের প্রতিরক্ষায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট আইন রয়েছে। 

বিবিসি জানিয়েছে, সিএনএন টাউন হলে চীনের সাম্প্রতিক হাইপারসনিক মিসাইল পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি তাইওয়ান ও চীনের ব্যাপারে এ মন্তব্য করেন। বাইডেন বলেন, হ্যাঁ, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যে তারা আরো শক্তিশালী হয়ে উঠছে। কারণ চীন, রাশিয়া এবং বাকী বিশ্ব জানে যুক্তরাষ্ট্র বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি।  

সিএনএনের উপস্থাপক অ্যান্ডারসন কুপার তাকে দ্বিতীয়বার প্রশ্ন করেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষায় এগোবে কিনা? বাইডেন বলেন, অবশ্যই আমরা তাদের প্রতিরক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। 

এসময় বাইডেনের মুখপাত্রও জানান, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কোনো বদল ঘটেনি। 

চীনের পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন