প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

এমএ খালেকের অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি

সাইফ সুজন

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান এমএ খালেকের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নিজের, পরিবারের সদস্য প্রতিষ্ঠানের নামে প্রাইমএশিয়া ফাউন্ডেশন থেকে ৯০ কোটি টাকার বেশি অর্থ সরিয়ে নেন তিনি। অভিযোগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যাচাই করে দ্রুত বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ইউজিসি।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এমএ খালেক। দায়িত্ব পালনকালে এমএ খালেক প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় তহবিল থেকে ২৩৭ কোটি টাকা আত্মসাৎ করেছেনবছর কয়েক আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এমন একটি অভিযোগ জমা পড়ে। এরপর ঘটনা তদন্তে ইউজিসিকে চিঠি দেয় দুদক। তদন্ত কার্যক্রম সম্পন্ন করে চলতি বছরের মে মাসে দুদকে প্রতিবেদন পাঠিয়েছে ইউজিসির কমিটি।

ইউজিসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এমএ খালেক বিশ্ববিদ্যালয় তহবিল থেকে নিজের নামে বড় অংকের অর্থ সরিয়ে নিয়েছেন। পাশাপাশি আত্মীয়-স্বজন নিজেদের আয়ত্তাধীন প্রতিষ্ঠানের নামেও কয়েক কোটি টাকা সরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে ৯০ কোটি ৪৩ লাখ টাকা স্থানান্তরের প্রমাণ পেয়েছে ইউজিসি।

প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য অধ্যাপক . মো. আবু তাহের বণিক বার্তাকে বলেন, দুদকের একটি নির্দেশনার আলোকে কমিশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত পরিচালনার অংশ হিসেবে আয়-ব্যয়ের নিরীক্ষা, ব্যাংক লেনদেনসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ করা হয়েছে। এতে কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। আমরা তা প্রতিবেদনে উল্লেখ করেছি। পাশাপাশি অর্থ আদায়ে সুপারিশও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাইমএশিয়া ফাউন্ডেশনের ব্যাংক হিসাব বেসরকারি খাতের প্রাইম ব্যাংকে। ব্যাংকটির মতিঝিল শাখায় এর হিসাব নং-১০৪১১০৬০০০০৬৫৬। ফাউন্ডেশনের হিসাব বিবরণী পর্যালোচনায় দেখা যায়, সরিয়ে নেয়া অর্থের মধ্যে এমএ খালেক বিভিন্ন সময়ে প্রাইমএশিয়া ফাউন্ডেশনের ব্যাংক হিসাব থেকে নিজের নামে ৬৫ কোটি ৭৫ লাখ টাকা স্থানান্তর করেছেন। পে-অর্ডারের মাধ্যমে এক গ্রাহককে দিয়েছেন ২১ কোটি টাকা। এছাড়া বিভিন্ন সময়ে স্ত্রী সাবিহা খালেক, ভাগ্নে মিজানুর রহমান, ব্যক্তিগত স্টাফ তাজুল ইসলাম পারিবারিক কোম্পানি ম্যাকসনস বিডি লিমিটেডের ব্যাংক হিসাবে কোটি ৪৩ লাখ টাকা স্থানান্তর করেছেন।

এদিকে আত্মসাত্কৃত অর্থ সুদে-আসলে দাবি করছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সর্বোচ্চ পর্ষদ। স্থানান্তরকৃত টাকার ওপর ১২ শতাংশ হারে সুদ আরোপ করলে মোট সুদের পরিমাণ দাঁড়ায় ৭৯ কোটি টাকা। সুদসহ এমএ খালেকের কাছে ১৬৩ কোটি ২০ লাখ টাকা দাবি করেছে প্রাইমএশিয়া ফাউন্ডেশন। ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে এমএ খালেককে নোটিসও পাঠানা হয়েছে। এমন পরিস্থিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে ২০১৮ সালের ১৪ নভেম্বর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন এমএ খালেক। একই বছরের ১০ ডিসেম্বর ট্রাস্টি বোর্ডের ১৭তম সভায় পদত্যাগপত্র গৃহীত হয়। সে সভায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন মো. নজরুল ইসলাম।

এদিকে অর্থ আত্মসাৎ বিওটির নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এমএ খালেকের সঙ্গে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। এর মধ্যে দুটি মামলায় বিশ্ববিদ্যালয়ের অর্থ ফেরত দেয়ার শর্তে এমএ খালেক আদালত থেকে জামিন নেন। যদিও এখন পর্যন্ত কোনো অর্থ ফেরত পায়নি বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গে জানতে চাইলে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক . মেসবাহ কামাল বণিক বার্তাকে বলেন, মাত্র চার মাস হলো আমি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি। যোগদানের পর সাবেক বিওটি চেয়ারম্যান কর্তৃক বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ আত্মসাতের বিষয়ে জানতে পারি। বিষয়ে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরিয়ে নেয়া অর্থ পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক বিওটির চেয়ারম্যানের অর্থ আত্মসাৎ এরপর করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটসব মিলিয়ে আর্থিকভাবে বেশ চাপে রয়েছে বিশ্ববিদ্যালয়। তাই সাবেক চেয়ারম্যানের সময়েও আত্মসাত্কৃত অর্থ বিশ্ববিদ্যালয় তহবিলে ফিরিয়ে আনা খুবই জরুরি হয়ে পড়েছে। সব সংকট পেরিয়ে আমরা আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দাবি, তিনজন ট্রাস্টির নামে প্রাইম ব্যাংকে হিসাব খোলা হয়েছিল। ফাউন্ডেশনের টাকা স্থানান্তর বা উত্তোলনের ক্ষেত্রে ন্যূনতম দুজনের স্বাক্ষর থাকার কথা। কিন্তু এমএ খালেক শুধু নিজের স্বাক্ষরেই ফাউন্ডেশন থেকে বিপুল অংকের টাকা সরিয়ে নিয়েছেন। এক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তাদেরও গাফিলতি ছিল।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে জানান, ইউজিসির তদন্তে অনিয়মের খুব কম অংশই উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংক থেকে বড় অংকের ঋণ নিয়ে কোটি কোটি টাকা বের করে নেয়া হয়েছে। জমি কেনার নামে অর্থ লুটপাট হয়েছে। এসব বিষয় ইউজিসির তদন্তে উঠে আসেনি।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ২০০৩ সালে। প্রতিষ্ঠার পর পরই শিক্ষার্থী ভর্তিতে বেশ এগিয়ে যায় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আর্থিক সক্ষমতা বাড়ায় এক সময় স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগও নেয়া হয়। যদিও ট্রাস্টি বোর্ডের অনিয়মে মুখ থুবড়ে পড়ে বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন