৮০ গোল করে মেসির লাতিন রেকর্ড

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকার প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ৮০ গোল করার কৃতিত্ব দেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আজ ভোরে তার কীর্তির দিনে বিশ্বকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনা - গোলে হারিয়েছে উরুগুয়েকে রোববার রাতে কলম্বিয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল

৪৮ মিনিটে উরুগুয়ের বক্সে বাতাসে ভাসিয়ে ক্রস দিয়েছিলেন মেসি বাম প্রান্ত থেকে ছুটে যান লাউতারো মার্টিনেজ দিয়েগো গডিন দুজনে লাফ দিয়েও বলের নাগাল পাননি, উরুগুয়ের গোলকিপার মুসলেরা ডাইভ দিয়েও বল ঠেকাতে পারেননি তাদের সবাইকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে গেলে মেসি পান লাতিন রেকর্ড ৮০তম গোল কিছুদিন আগেই পেলের গোলের রেকর্ড ভাঙা মেসি এবার পৌঁছলেন আশির মাইলফলকে আন্তর্জাতিক ফুটবলে গোলের তালিকায় মেসি এখন পঞ্চম স্থানে ১১২ গোল করে সবার উপরে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এছাড়া ৫১ গোলে অ্যাসিস্টও করেছেন মেসি সব মিলে, আর্জেন্টিনার জার্সিতে ১৫৫ ম্যাচে তার গোল অ্যাসিস্ট ১৩১টি

৪৪ মিনিটে ব্যবধান - করেন রদ্রিগো ডি পল, আর ৬২ মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোল করেন মার্টিনেজ

জয় শেষে প্রতিক্রিয়ায় মেসি বলেন, আমরা দারুণ একটি ম্যাচ খেললাম আমার মনে হয়, আমরা খেলায় দিন দিন উন্নতি করছি আজ সবকিছু নিখুঁত করতে পেরেছি উরুগুয়ে সুযোগের অপেক্ষায় ছিল এবং আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে যদিও আমরা প্রথম গোলের পর অনেক ফাঁকা জায়গা পেয়ে যাই এবং তখন গোল আসতে থাকে

নিয়ে ২৪ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা এবং তাদের এই সর্বশেষ জয় পয়েন্ট টেবিলের শীর্ষ দল ব্রাজিলের ওপর চাপ তৈরি করবে ব্রাজিল ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা ব্রাজিল বাছাইপর্বে এই প্রথম পয়েন্ট হারাল

পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার পরেই রয়েছে একুয়েডর (১৬), উরুগুয়ে (১৬) কলম্বিয়া (১৫)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন