বছরের প্রথম প্রান্তিকে কলম্বিয়ার কয়লা উত্তোলনে ধস

বণিক বার্তা ডেস্ক

কলম্বিয়ার কয়লা উত্তোলনে ধস নেমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২৮ শতাংশ। দেশটির ন্যাশনাল মাইনিং এজেন্সির (এএনএম) প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

এএনএমের বরাত দিয়ে রয়টার্স জানায়, কয়লার স্থানীয় বাজার অস্থিতিশীল। পাশাপাশি করোনা মহামারীর প্রভাবও রয়েছে। মূলত এসব কারণেই জ্বালানি পণ্যটির উত্তোলনে মন্দাভাব দেখা দিয়েছে।

এএনএমের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত কলম্বিয়া কোটি ৩৯ লাখ টন কয়লা উত্তোলন করে। গত বছরের একই সময়ে উত্তোলন করা হয়েছিল কোটি ৯৪ লাখ টন। সে হিসাবে উত্তোলন কমেছে ৫৫ লাখ টন। তবে গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় কয়লা উত্তোলনে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি এসেছে। ওই প্রান্তিকে উত্তোলিত হয়েছিল মাত্র ৯০ লাখ টন কয়লা। সে হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে উত্তোলন বেড়েছে ৫২ শতাংশ।

এএনএমের প্রেসিডেন্ট জ্যঁ মিগুয়েল ডুরান বলেন, খনিজ সম্পদগুলোর মধ্যে কয়লা থেকে সবচেয়ে আয় আসে কলম্বিয়ার। করোনার স্থবিরতা কাটিয়ে দেশটির উত্তরাঞ্চলের খনিগুলোতে এরই মধ্যে উত্তোলন কার্যক্রম সচল হয়েছে। মূলত কারণেই গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় বছরের প্রথম প্রান্তিকে কয়লা উত্তোলন বেড়েছে। তবে ২০২০ সালের প্রথম তিন মাসের তুলনায় উত্তোলন বড় পরিসরে কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন