করোনার নতুন হটস্পট

খুলনায় করোনা রোগী বাড়লেও ,কমেছে মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছেন।  এর আগে গতকাল বুধবার ভাইরাসটিতে মারা যান ৩২ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৯১৭ জন অপরদিকে বুধবার ৯০৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

সবশেষ তথ্য অনুযায়ীর্বোচ্চ সংখ্যক সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এরপর যশোরে মারা গেছেন পাঁচজন। ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় ও সাতক্ষীরায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২২৮, কুষ্টিয়ায় ১৭৩, যশোরে ১১৯, চুয়াডাঙ্গায় ৮১, ঝিনাইদহে ৭৮, বাগেরহাটে ৭৩, সাতক্ষীরায় ৬৫, মেহেরপুরে ৩৮, নড়াইলে ৩৬ ও মাগুরায় ২৫ জন রয়েছেন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮৮ শতাংশ।

রাশেদা সুলতানা বলেন ,গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১১ শতাংশ।

আরটি-পিসিআর,রপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট এই তিন মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৭৩ শতাংশ। আগের দিনের তুলনায় আজ ১৩৩টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন