চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ কভিড পজেটিভ

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিন সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ১ এবং জীবননগর উপজেলার ১৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০০ শতাংশ। এ যাবৎ কালের নমুনা পরীক্ষার বিবেচনায় জেলায় সর্বোচ্চ শনাক্তের হার এটি

জেলা মেডিকেল ও ডিজিজ কন্ট্রোল অফিসার ডা.আওলিয়ার রহমান বণিক বার্তাকে বলেন, চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৭ জনে, সুস্থ হয়েছে ২ হাজার ৪৯ জন এবং  বর্তমানে আক্রান্ত ৬৯৭ জন। হাসপাতালে ৬১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন।

এদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফাতেহ্ আকরাম জানান, গত মঙ্গল ও বুধবার দুদিনে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়েছে।

দের মধ্যে  চুয়াডাঙ্গা পৌর এলাকায় একজন, জীবননগর উপজেলায় তিনজন এবং দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন