চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ কভিড পজেটিভ

প্রকাশ: জুন ২৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিন সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ১ এবং জীবননগর উপজেলার ১৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০০ শতাংশ। এ যাবৎ কালের নমুনা পরীক্ষার বিবেচনায় জেলায় সর্বোচ্চ শনাক্তের হার এটি

জেলা মেডিকেল ও ডিজিজ কন্ট্রোল অফিসার ডা.আওলিয়ার রহমান বণিক বার্তাকে বলেন, চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৭ জনে, সুস্থ হয়েছে ২ হাজার ৪৯ জন এবং  বর্তমানে আক্রান্ত ৬৯৭ জন। হাসপাতালে ৬১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন।

এদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফাতেহ্ আকরাম জানান, গত মঙ্গল ও বুধবার দুদিনে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়েছে।

দের মধ্যে  চুয়াডাঙ্গা পৌর এলাকায় একজন, জীবননগর উপজেলায় তিনজন এবং দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫