ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বণিক বার্তা অনলাইন

আজ মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে সারাদেশের আন্ত:নগর ও মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে। করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।

মঙ্গলবার সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১২ টা ১ মিনিট থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না এবং প্রবেশও করবে না।

এর আগে মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাপাঁচটি ট্রেন চলাচল সাময়িক ন্ধের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার চলাচল বন্ধ থাকবে।

এছাড়া, গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‍‌টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন