উপজেলা নির্বাচন

নিরাপত্তা নিয়ে জেলায় জেলায় বৈঠক করছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ষষ্ঠ উপজেলা নির্বাচন ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে জেলায় জেলায় বৈঠক করছেন নির্বাচন কমিশনাররা। ভোটার উপস্থিতি বাড়ানো, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা এবং সর্বোপরি নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার বিষয়ে জোর দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

গতকাল সিলেটে নির্বাচন কমিশনার আনিছুর রহমান, লালমনিরহাটে রাশেদা সুলতানা ও বরিশালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। 

সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তীব্র গরমের কারণে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচন যেন উৎসবমুখর, অংশগ্রহণমূলক হয় সেজন্য আমরা প্রতি মুহূর্ত কাজ করছি। তবে তীব্র তাপপ্রবাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না। নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধপরিকর।’

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে একটা জাল ভোট পড়লেই সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। যদি ভোট কেন্দ্রে কেউ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে বা স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটায় তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে পরিস্থিতি স্বাভাবিক করে ভোট কার্যক্রম শুরু করা হবে। আর যদি এর থেকেও শক্তিশালী ঘটনা ঘটে, যেমন ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। তাহলে ভোট কেন্দ্র বন্ধ করে চলে যান, ভেগে যান কিন্তু কোনো সহিংসতাকে গ্রহণ করা হবে না। পরিষ্কারভাবে এ নির্দেশনা সবাইকে দিয়ে দেয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন