সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ১২

বণিক বার্তা ডেস্ক

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে নগরীর স্টিলমিল সাইলো রোডে রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় একটি বাসচাপায় শিশুসহ তিন পথচারী নিহত হয়। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় দুই বাস সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন এবং দক্ষিণ কাট্টলীর রানী রাশমনি ঘাটের সাগর পাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় চারজন, রাঙ্গামাটিতে স্কুলছাত্রী পাবনায় শিশুসহ আরো ছয়জন নিহত হয়েছেন।

ব্যুরো প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় দুই বাস সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সময় আরো ১১ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে। এদিকে নগরীর স্টিলমিল বাজারে বাসচাপায় নারী শিশুসহ তিনজন এবং চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গোপাল দাশ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার মাসুদ রানা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় বিআরটিসির বাস, লোকাল বাস সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সময় দুজন নিহত হন। আহত ১৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ইপিজেড থানার ওসি উত্পল বড়ুয়া জানান, নগরীর স্টিলমিল সাইলো রোডে একটি বাস রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় পথচারীকে চাপা দেয়। সময় নারী শিশুসহ তিনজন মারা যায়। স্থানীয় জনতা বাসচালক হেলপারকে আটক করে পুলিশে দেয়। নিহতদের মধ্যে নুর বেগম (৪৩) তার বোনের মেয়ের (১২) পরিচয় শনাক্ত করা গেছে।

অন্যদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলাব্রত বড়ুয়া জানান, দক্ষিণ কাট্টলীর রানী রাশমনি ঘাটের সাগর পাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় গোপাল দাশকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা: জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজির জোড়কানন এলাকায় একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন ঢাকায় নেয়ার পথে আরো একজনসহ তিনজন নিহত হয়। নিহতরা হলো ঢাকার খিলগাঁও এলাকার মিরাজ হোসেন, লক্ষ্মীপুর জেলার হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার বেলাল হোসেন। দুর্ঘটনায় মাহবুব নামে আরো একজন আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া চৌদ্দগ্রাম উপজেলার হাঁড়িসর্দার এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আনিসুর রহমান মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন। রাঙ্গামাটি: জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় জিপগাড়ির (চান্দের গাড়ি) ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনায় আরো দুজন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার শফিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম ওপ্রুইচিং মারমা। সে জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে কাপ্তাইয়ের চিত্মরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাবনা: জেলার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় শিশুটির আহত বাবা-মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রওশন। তার বাবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের রফিকুল ইসলাম (২৫) মা পপি খাতুনকে (২০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলে চাটমোহর যাওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে তারা রাস্তায় পড়ে যায়। তাদের পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু রওশনকে মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন