কিছু ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিচ্ছে ব্যাংকক

বণিক বার্তা ডেস্ক

ব্যাংককে করোনা সংক্রমণের হার কমে আসায় আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার সংক্রমণ হার কমে আসার পাশাপাশি অধিবাসীদের টিকা গ্রহণের হার বাড়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে খবর ব্লুমবার্গ

শিগগিরই দেশটির বিভিন্ন পার্লার, ফুট ম্যাসাজ সার্ভিস, নেইল সেলুন ট্যাটু পার্লারগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা একই সঙ্গে দেশটির অধিবাসীরা পার্ক, বোটানিক্যাল গার্ডেন জাদুঘরে ঘুরতে যেতে পারবে বলেও জানানো হয়

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বলেন, সবকিছু স্বাভাবিকভাবে পরিচালনার জন্য আমরা সাবধানতার সঙ্গে যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেভাবেই সবকিছুর বাস্তবায়ন করা হবে ব্যাংককে করোনা সংক্রমণের যে হার ছিল এখন তা নিয়ন্ত্রণে আছে সেই সঙ্গে যারা ব্যবসায় জড়িত তাদের অধিকাংশকেই ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলেও জানান তিনি

এর আগে দেশটির রাজধানীতে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসায় প্রধানমন্ত্রী প্রায়ুথ জুন থেকে সবকিছু চালুর সিদ্ধান্ত বাতিল করে ১৪ জুন পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত ঘোষণার ব্যাপারে মত দিয়েছিলেন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রমতে, রোববার দেশটিতে নতুন করে হাজার ৮০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ জন মৃত্যুবরণ করেছেন যেখানে মে মাসে একদিনে সংক্রমণের পরিমাণ ছিল ১০ হাজার ব্যাংকক এখনো করোনা সংক্রমণের প্রধান কেন্দ্র হিসেবে ঝুঁকিতে রয়েছে বিশেষ করে করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ, নতুন বৈশিষ্ট্য শনাক্ত ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে তবে সংক্রমণ রোধে শহরের অধিবাসীদের জন্য ভ্যাকসিন প্রদান কার্যক্রম বৃদ্ধি করছে সরকার এরই মধ্যে দেশটি ১৬ লাখ ডোজ টিকা প্রদান করেছে, যা দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ এবং বিশ্বের প্রায় শতাংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন