১৪ শতাংশ কর্মী ছাঁটাই করবে ডিজনি পিক্সার

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ডিজনি পিক্সার অ্যানিমেশন স্টুডিও সম্প্রতি প্রায় ১৭৫ জন কর্মীকে ছাঁটাই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়বে। সিএনবিসির সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পিক্সারের প্যারেন্ট প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির একজন মুখপাত্র কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিজনির সিইও বব আইগার কনটেন্টের পরিমাণের চেয়ে কনটেন্টের মানের দিকে মনোনিবেশ করার এ পদক্ষেপ নিয়েছেন। ডিজনির অন্যান্য ব্যবসাও গত বছর কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হয়েছিল। তবে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কারণে পিক্সারের কর্মী ছাঁটাই বিলম্বিত হয়েছে। এর আগে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে।

২০২৩ সালে প্রায় সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল ওয়াল্ট ডিজনি। প্রতিষ্ঠানের মূলত ব্যয় কমানো ও স্ট্রিমিং ব্যবসা লাভজনক করার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছিল ডিজনির সিইও বব আইগার।

২০২২ সালে সিইও পদে ফিরে আসার পর থেকেই সিইও বব আইগার ডিজনির অ্যানিমেশন সিনেমার ব্যবসা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন। কোম্পানিটি কভিড-১৯ মহামারীর পর থেকেই নিজেদের ব্যবসা ফিরিয়ে আনতে নানা কৌশল অবলম্বন করেছে। তবে মার্ভেলের মতো কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে করা সিনেমায় মিশ্র সাফল্য ছাড়া ডিজনির অ্যানিমেশন সিনেমা দর্শকদের সিনেমা থিয়েটারে আকৃষ্ট করতে ব্যর্থ হয়।

মহামারীর সময়ে ডিজনির অ্যানিমেশন স্টুডিও তাদের নির্মিত সিনেমাগুলো সরাসরি স্ট্রিমিং প্লাটর্ফম ডিজনি প্লাস দেখানো শুরু করে। এতে আয় ও সাবস্ক্রাইবার প্রাপ্তিতে শীর্ষে উঠে গেলেও গত কয়েক বছর ভালো যায়নি প্রতিষ্ঠানটির। পিক্সার বা ওয়াল্ট ডিজনির নির্মিত সিনেমাগুলো মহামারী-পরবর্তী সময়ে বিশ্বব্যাপী মাত্র ৪৮ কোটির ডলার আয় করেছে। এর তুলনায় মহামারীর আগে মুক্তি পাওয়া ‘‌কোকো’ অ্যানিমেশন সিনেমা বিশ্বব্যাপী প্রায় ৭৯ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন