চট্টগ্রামে চামড়া সংরক্ষণে বিসিকের লবণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতির যৌথ উদ্যোগে চট্টগ্রাম নগরী ও পটিয়া উপজেলার বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে আয়োডিনবিহীন ৩০ মণ লবণ বিতরণ করা হয়।

গতকাল দুপুরে নগরীর সুন্নিয়া মাদ্রাসা ও বিকালে বায়তুশ শরফ মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, বিসিকের মনিটরিং কর্মকর্তা মোজাম্মেল হক। 

লবণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. নিজাম উদ্দিন বলেন, ‘দেশে এ বছর পর্যাপ্ত লবণ উৎপাদন হওয়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের ঘাটতি হবে না। এতিমখানাগুলোয় পর্যাপ্ত পরিমাণ পশুর চামড়া এলেও লবণের অভাবে অনেক সময় সেগুলো নষ্ট হয়। বিগত কয়েক বছর ধরে লবণ মিল মালিকদের সহায়তায় বিসিক বিনামূল্যে লবণ বিতরণ করছে।’

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. নুরুল কবির বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিসিকের মাধ্যমে মিল মালিকরা এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ বিতরণ করছে। এ বছর চট্টগ্রাম ছাড়িয়ে পটিয়া উপজেলায়ও লবণ বিতরণ করা হচ্ছে।’

বিসিকের সহায়তায় শুধু চট্টগ্রাম নয় ভবিষ্যতে কার্যক্রমটি দেশব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি কাজ করছে বলেও জানান এ ব্যবসায়ী নেতা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন