ট্রাম্পের পোস্ট শেয়ার করায় অ্যাকাউন্ট প্রত্যাহার করেছে টুইটার

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্লাটফর্মে শেয়ার করা বিভিন্ন পোস্ট শেয়ার করার দায়ে একটি অ্যাকাউন্ট প্রত্যাহার করে নিয়েছে টুইটার। ট্রাম্পের পক্ষ থেকে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হত বলে দাবি করা হয়েছে। খবর বিবিসি।

টুইটারের এক মুখপাত্র জানান, ডিজেটি ডেস্ক নামে অ্যাকাউন্ট থেকে আমাদের নিষিদ্ধ ঘোষিত ব্যক্তির যে পোস্ট করা হচ্ছে তা আমাদের প্লাটফর্মের নীতিমালা লঙ্ঘন করেছে।

মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির বরাতে জানা গেছে, প্রত্যাহারকৃত অ্যাকাউন্টটির বায়োতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের পক্ষে সেইভ আমেরিকা থেকে পোস্টগুলো কপি করা হয়েছে।

এদিকে বিবিসি বলছে, ট্রাম্পের পক্ষে পোস্ট শেয়ার করা আরও অন্তত চারটি অ্যাকাউন্ট তাদের নজরে এসেছে। এ অ্যাকাউন্টগুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত হবে এ নিয়ে কিছু জানায়নি টুইটার।

ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানির অভিযোগে গত জানুয়ারির শুরুর দিকে ফেসবুক ও তাদের নিয়ন্ত্রিত অন্যান্য প্লাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয় ট্রাম্পকে। তিনি তখন ছিলেন প্রেসিডেন্টের মেয়াদের একেবারে শেষ দিকে। কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন। পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যাফেসবুকের সুপ্রিম কোর্ট হিসেবে পরিচিতি পেয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ওভারসাইট বোর্ডের উপ প্রধান সাবেক ফেডারেল বিচারপতি মাইকেল ম্যাককনেল বলেন, ফেসবুক ট্রাম্পের উপর অনির্দিষ্টকালের স্থগিতাদেশ বহাল রেখেছে এবং পুরো বিষয়টি মূল্যায়নে ওভারসাইট বোর্ডের কাছে পাঠিয়েছে। আমরা মনে করি অনির্দিষ্টকালের শাস্তি মার্কিন বা আন্তর্জাতিক আইনে স্পষ্টতা, ধারাবাহিকতা এবং স্বচ্ছতার বিচারে গ্রহণযোগ্য হবে না।

ট্রাম্পের জন্য ছয় মাসের মধ্যে একটিযৌক্তিক শাস্তি নির্ধারণের যে নির্দেশ বোর্ড দিয়েছে, এখন ফেসবুক কর্তৃপক্ষ তা বিবেচনায় নেবে বলে জানান সংস্থাটির বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ।

এদিকে, বিভিন্ন মাধ্যমে স্থায়ী ও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞায় পড়া ট্রাম্প গত মঙ্গলবার নিজস্ব একটি প্লাটফর্ম চালু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে এটা আসলে ওয়ার্ডপ্রেসের একটি ব্লগ। নতুন এ ব্লগটি অনেকটা টুইটারের আদলে তৈরি করা হয়েছে তবে এখানে ট্রাম্পের ধারাভাষ্য যুক্ত করা হচ্ছে। ইমেইল ও ফোন নাম্বারের মাধ্যমে যে কেউ এ ব্লগের পোর্স্ট এলার্ট দিয়ে রাখতে পারবেন। এতে করে যখনই ট্রাম্প কোন পোস্ট করবেন তখনই ওই ব্যক্তি তা পড়তে পারবেন। ট্রাম্পের পোস্টে লাইক দেয়ার পাশাপাশি সেগুলো ফেসবুক ও টুইটারেও শেয়ার করতে পারবেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন