আইসিএবির কনফারেন্সে বক্তারা

কর পদ্ধতি হোক প্রবৃদ্ধিবান্ধব সহজ ও স্বচ্ছ

নিজস্ব প্রতিবেদক

বিশেষজ্ঞরা প্রবৃদ্ধিবান্ধব, সহজ স্বচ্ছ কর পদ্ধতি চালুর আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের জাতীয় রাজস্বে করের অবদান আরো বাড়াতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) উন্নত বিশ্বের মতো সহজ আধুনিক পদ্ধতি বেছে নিতে হবে। পাশাপাশি বৈশ্বিক চর্চার অনুকরণে করহার কমানোরও পরামর্শ দেন তারা। এছাড়া বাংলাদেশী পণ্য উৎপাদনকারীদের উদ্দীপনা দেয়া এবং চামড়া, পাট, তৈরি পোশাকসহ বিভিন্ন সেক্টরে আরো সহযোগিতার ওপর জোর দেন তারা। বক্তারা বলেন, বেসরকারি খাত থেকে আরো বেশি কর তুলে আনতে কর অব্যাহতি বিষয়টি নিয়ে আরো গবেষণা করতে পারে এনবিআর।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত পলিসি পেপার অন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স শীর্ষক ভার্চুয়াল কনফারেন্সে কথা বলেন বক্তারা।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, এমপি। এনবিআর সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন, এনবিআর সদস্য (ভ্যাট নীতি) মো. মাসুদ সাদিক, এনবিআর সদস্য, গ্রেড- (শুল্ক: নিরীক্ষা, আধুনিকায়ন আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান এবং এনবিআর সদস্য (শুল্ক নীতি আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন এবং কনফারেন্সে সেশন চেয়ারম্যান ছিলেন আইসিএবির সাবেক প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিল মো. হুমায়ুন কবির। যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানির পার্টনার মোহাম্মদ আল মারুফ খান এফসিএ স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির পার্টনার স্নেহাশিস বড়ুয়া।

প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আর্থিক বিবৃতি তৈরি করার সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যেন বিভিন্ন করপোরেট কর আইনের বিষয়টি মাথায় রাখেন। আমি বিশ্বাস করি, আলোচনা কর আইন বাস্তবায়নে জটিলতা কমিয়ে আনতে স্বচ্ছতা বৃদ্ধিতে সাহায্য করবে।

মন্ত্রী বলেন, আইসিএবির ওয়েবভিত্তিক ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) আর্থিক খাতের তথ্য বিষয়ে স্বচ্ছতা বাড়াবে, যা কিনা পরিশেষে কর ফাঁকিও কমিয়ে আনতে সাহায্য করবে। কর সংগ্রহ করতে গিয়ে যে ব্যয় হয় সেই বিবেচনা করলে ক্ষুদ্র করদাতাদের পেছনে ধাওয়া না করে বরং বৃহৎ করদাতাদের পেছনে ধাওয়া করাটাই উত্তম।

আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ বলেন, টেকসই রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে চাইলে করারোপ অপরিহার্য। রাষ্ট্রকে স্বাবলম্বী হতে, সরকারকে আরো জবাবদিহি করতে, বিভিন্ন ক্ষেত্রে সমতা আনতে জনসেবায় গতিসঞ্চার করতে উন্নত করারোপ পদ্ধতি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে করহার কাছাকাছি অর্থনীতির প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। আমাদের কর জিডিপির আনুপাতিক হার অপ্রত্যাশিতভাবেই কম, এমনকি এটা অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় অনেক কম। এটা বুঝিয়ে দেয় এখানে অবশ্যই কিছুটা অসম্পূর্ণতা রয়ে গেছে।

মাহমুদুল হাসান আরো বলেন, বাংলাদেশে ধীরে ধীরে কর পদ্ধতির উন্নতি হচ্ছে। খাত থেকে রাজস্ব সংগ্রহ আগের চেয়ে বাড়ছে এবং কারণে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতাও কমছে। বাজেট ঘাটতি কমিয়ে আনতে অভ্যন্তরীণ উৎস থেকেই রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে বাংলাদেশের নীতিনির্ধারকদের। আইসিএবি অনুভব করছে, দ্রুত এগিয়ে চলা বিশ্বের সঙ্গে তাল মেলাতে চাইলে আমাদের কর পদ্ধতি সহজীকরণ আধুনিকীকরণ এখন সময়ের দাবি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন