মিয়ানমারে টোটালের গ্যাস উত্তোলন চলবে

বণিক বার্তা ডেস্ক

মিয়ানমারের ইয়াদানা গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বন্ধ করবে না ফরাসি তেল গ্যাস উৎপাদক প্রতিষ্ঠান টোটাল। তারা জানিয়েছে, মিলিটারি জান্তার হাত থেকে শ্রমিকদের নিরাপদে রাখতেই তাদের সিদ্ধান্ত। খবর ব্যাংকক পোস্ট।

টোটাল নিয়মিত কর দিয়ে সেনা নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থাকে সহায়তা করছে বলে এর বিরুদ্ধে অভিযোগ আনে মানবাধিকার সংস্থাগুলো। দেশটির বেসামরিক সরকারও কর দিয়ে সহায়তার বিষয়টি পর্যালোচনা করতে টোটালকে অনুরোধ করে। জবাবে এক বিবৃতিতে টোটালের প্রধান নির্বাহী প্যাট্রিক পওইয়ানে জানান, ইয়াদানা ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের অনেক কারণ আছে। যদি মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের প্রতিবাদ হিসেবে টোটাল ওই গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বন্ধ করে দেয়, তাহলে সেনাশাসকরা জোর করে সেখানে শ্রমিকদের কাজ করতে বাধ্য করতে পারে। আবার জ্বালানির বড় একটি উৎসকে প্রতিষ্ঠানটি বন্ধও করতে চায় না। তিনি বলেন, ক্ষেত্রের গ্যাস দিয়ে উত্পন্ন বিদ্যুৎ ইয়াঙ্গুনের বেশির ভাগ মানুষ ব্যবহার করেন। এখন আমরা উত্তোলন বন্ধ করে দিলে তারা আরো বেশি বিপদে পড়ে যাবেন। বর্তমানের সেনা সরকারও আমাদের গ্যাসক্ষেত্রের গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। তাছাড়া মাসে যে ৪০ লাখ ডলার কর দেয়া হয় সেটিও এবার ব্যাংকিং ব্যবস্থায় বিপর্যয়ের কারণে দেয়া হয়নি বলে জানান কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন