যুক্তরাষ্ট্রে গমের মজুদ ৭% কমেছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৩১ কোটি ৪০ লাখ বুশেল ( বুশেল= ২৫.৪০ কেজি) গম মজুদ করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের একই সময়ে দেশটির সব ধরনের গম মজুদের পরিমাণ ছিল ১৪১ কোটি ৫০ লাখ বুশেল। সে হিসাবে যুক্তরাষ্ট্রে খাদ্যশস্যটির মজুদ শতাংশ কমেছে। আর মোট মজুদের পরিমাণ কমেছে ১০ কোটি ১১ লাখ ৪৫ হাজার বুশেল। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অধীন ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস সার্ভিসের (এনএএসএস) প্রান্তিকভিত্তিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইন।

খাদ্যশস্য উৎপাদনের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশটির খাদ্যশস্য উৎপাদনে সবচেয়ে বড় অবদান থাকে ভুট্টা সয়াবিনের। এর পরই আছে যব, ওটস গমের অবস্থান। যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মন্টানা, নর্থ ডাকোটা সাউথ ডাকোটা অঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন গমের মজুদ ছিল ২০১৫ সালের জানুয়ারি-মার্চে। তখন মজুদের পরিমাণ ছিল ১১৪ কোটি বুশেল। অন্যদিকে গত পাঁচ বছরে গড়ে যুক্তরাষ্ট্রে খাদ্যশস্যটির মজুদ কমে দাঁড়িয়েছে ১৫০ কোটি ৭০ লাখ বুশেল।

এনএএসএসের প্রতিবেদনের আগে ২০২১ সালের মার্চ পর্যন্ত গম বাণিজ্যের গড় মজুদের প্রাক্কলন ছিল ১২৭ কোটি ২০ লাখ বুশেল। অর্থাৎ প্রাক্কলনের তুলনায় খাদ্যশস্যটির মজুদ বেড়েছে দেশটিতে।

এদিকে কেবল মার্চেই যুক্তরাষ্ট্রের গম মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৩৯ লাখ ২০ হাজার বুশেল, যা মোট উৎপাদনের প্রায় ২২ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন