জয়পুরহাটে ৭ বিঘা জমিতে নিষিদ্ধ পপি চাষ!

র‌্যাবের অভিযানে ৫ চাষী আটক

বণিক বার্তা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় সাত বিঘা জমিতে নিষিদ্ধ পপি ফুলের চাষ করেছেন পাঁচ কৃষক। আফিম হেরোইনসহ উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্যের কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় পপি ফুল। এলাকায় তিন বছর ধরে প্রকাশ্যে নিষিদ্ধ পপি ফুলের চাষ হয়ে আসছে। তবে গতকাল পাঁচ পপিচাষীকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। সময় সাত বিঘা জমির পপি ফুল, বীজ গাছ নষ্ট করে দেয়া হয়। যদিও আটককৃতরা বলছেন, মসলাজাতীয় ফসল ভেবে তারা পপি চাষ করেছেন।

আটককৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের মৃত বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), মৃত রুপচাঁন মন্ডলের ছেলে নইমুদ্দিন মন্ডল (৬০), বড়তাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফের ছেলে রিপন সর্দার (৩৭) বালিঘাটা বাজারের মৃত কুমুণ্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২)

জয়পুরহাট র‍্যাব- ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বনখুর গ্রামে তিন বছর আগে পপি চাষ শুরু হয়। মসলাজাতীয় ফসল ভেবে এটির চাষ শুরু করেন কৃষকরা। অল্প খরচে পপি চাষ করে অধিক টাকা লাভ হওয়ায় ওই এলাকায় পপি চাষ বেড়েছে। বর্তমানে প্রায় সাত বিঘা জমিতে পপি চাষ করেছেন পাঁচজন কৃষক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে পপি গাছ কেটে জব্দ করেছেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।

তিনি আরো বলেন, ওই সাত বিঘা জমিতে লাখ ২৩ হাজার ৫০০ গাছে ১৬ লাখ ৯৪ হাজার পপি ফল ধরেছে। অভিযান চালিয়ে এসব ফল নষ্ট করা হয়েছে। ওই পাঁচজন চাষীকে আটক করে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করেছি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন