চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বণিক বার্তা ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের নিচে চাপা পড়ে রুবেল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার বোর্ডঘর এলাকায় দুর্ঘটনা ঘটে। গাড়াই হাইওয়ে পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, ওই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় রুবেল হোসেন বাসের চাপায় নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

নড়াইল: নড়াইলে একটি ট্রলি উল্টে সাকিব শেখ (১৭) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিক সদর উপজলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে দুর্ঘটনা ঘটে। সাকিব শেখ উপজেলার পাইকমারি গ্রামের জামির শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার ওপর উল্টে যায়। সময় ট্রলি চাপায় ওই ট্রলির শ্রমিক সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। এতে ট্রলির আরেক শ্রমিক পাইকমারি গ্রামের আহাদ (১৮) আহত হয়। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার পরিদর্শক (অপারেশন) বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে সুরঞ্জিত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। সুরঞ্জিত আজমিরীগঞ্জ উপজেলার সুমিপুর গ্রামের সুভাসের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় মো. শাহাদাত হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। শাহাদাত সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের শামীম হোসেনের ছেলে। পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান শাহাদাত। ভালুকা হাইওয়ে পুলিশের এএসআই মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন