বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা টিকা পাবেন

তালিকা চেয়ে ইউজিসির চিঠি

নিজস্ব প্রতিবেদক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মচারীদের করোনার টিকার আওতায় নেয়া হচ্ছে। টিকা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তালিকা চেয়েছে ইউজিসি।

প্রসঙ্গে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ বণিক বার্তাকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্টদের তথ্য পাঠাতে বলেছি। বিষয়টি গুরুত্বসহকারে তত্ত্বাবধান করা হচ্ছে।

মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মচারীদের কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা পাঠানো ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব, তাদের .িংঁত্ড়শশযধ.মড়া.নফ-তে নিবন্ধন করে ভ্যাকসিন নেয়া নিশ্চিত করতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক কর্মচারীর বয়স ৪০-এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো ছকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সফট কপি পাঠাতে হবে। শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, জেলা উপজেলা/থানার নাম পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় নাম শ্রেণী উল্লেখ করতে হবে।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের টিকার আওতায় আনায় সন্তোষ প্রকাশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আতিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সশরীরে শ্রেণীকক্ষে ফেরার আগে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়টি খুবই জরুরি ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সরকারের টিকা কর্মসূচির উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন।

গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার আগে ২২০টি আবাসিক হলের লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। সেজন্য এরই মধ্যে ইউজিসির মাধ্যমে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের ২২০টি আবাসিক হলের শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন