রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা কার্যক্রম শুরু

বণিক বার্তা অনলাইন

রাজধানীর পাঁচটি হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়।

এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টিকা গ্রহণকারী সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাসহ পাঁচজনের টিকাগ্রহণ প্রত্যক্ষ করেন।

সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি চলছে। আজ খুব স্বল্প সংখ্যক ব্যক্তিকে এই টিকা প্রদান করা হবে বলে আগেই জানানো হয়েছে। এরপর আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা দেয়া বন্ধ থাকবে। পার্শ্বপ্রতিক্রিয়া যাচাইয়ের জন্য যারা টিকা নিচ্ছেন তাদের পর্যবেক্ষণ রাখা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন