হোয়াটসঅ্যাপ বিতর্কে অভূতপূর্ব প্রবৃদ্ধি সিগন্যালের

বণিক বার্তা ডেস্ক

হোয়াটসঅ্যাপ গোপনীয়তা হালনাগাদ নিয়ে বিতর্কের মুখে পড়ায় মেসেজিং অ্যাপ সিগন্যাল অভূতপূর্ব বৃদ্ধি দেখেছে। এমন পরিস্থিতিতে সিগন্যাল পরিষেবা সহায়ক অবকাঠামো আরো উন্নত করতে কর্মীবাহিনী বৃদ্ধির চেষ্টা করছে। বুধবার অ্যাপটির নিয়ন্ত্রক ফাউন্ডেশনের প্রধান তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

গত সপ্তাহে ঘোষিত হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মুখে পড়ে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি ব্যবহারকারীদের ডাটা ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার কথা জানায়। আর এতে ব্যবহারকারীরা টেলিগ্রাম সিগন্যালের মতো অন্যান্য এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোতে ঝুঁকে পড়েছে।

বুধবার টেলিগ্রাম জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। ফেসবুকের কাছে বিক্রি হওয়ার আগের হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন পরবর্তী সময়ে সিগন্যাল ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা হন। তিনি সিগন্যালের ব্যবহারকারীর ডাটা দিতে অস্বীকার করেন। তবে সাম্প্রতিক সময়ে সিগন্যালের সম্প্রসারণটি উলম্ব ছিল বলে জানান।

অ্যাক্টন বলেন, আমরা গত সপ্তাহে অভূতপূর্ব বৃদ্ধি দেখেছি। এটি বলা নিরাপদ যে রেকর্ড বৃদ্ধির কারণে আমরা এখন প্রতিভাবান ব্যক্তিদের সন্ধান করছি। সিগন্যাল তার ভিডিও গ্রুপ চ্যাট ফাংশনগুলো উন্নত করতে কাজ করছে। প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট টিম অন্য কনফারেন্সিং অ্যাপগুলোর ক্ষেত্রে আরো ভালো প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, সিগন্যাল গত সাতদিনে কোটি ৭৮ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছে। এটি আগের সপ্তাহের তুলনায় ৬২ গুণ বেশি। একই সময়ে কোটি লাখ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছেন। এটি সিগন্যালের তুলনায় ১৭ শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন