বিএইচপির আকরিক লোহা উত্তোলন বাড়তে পারে ৭%

বণিক বার্তা ডেস্ক

আকরিক লোহা উত্তোলনে আন্তর্জাতিক বাজারে এক পরিচিত নাম বিএইচপি গ্রুপ। অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটির বৈশ্বিক আকরিক লোহা উত্তোলনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটির এক প্রাক্কলনে বলা হয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তাদের উত্তোলন শতাংশ বৃদ্ধি পেতে পারে। খবর রয়টার্স।

ইস্পাত তৈরির ক্ষেত্রে অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহার হয় আকরিক লোহা। ব্যবহারিক ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। করোনা-পরবর্তী অবস্থায় দেশটি ইস্পাত উৎপাদনে জোর দেয়ায় এখন আকরিক লোহার চাহিদা বাড়ছে। আর চাহিদা বৃদ্ধির কারণে বিএইচপির মতো শীর্ষ উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোও তাদের উত্তোলন বাড়িয়ে দিয়েছে। ফলে প্রত্যাশার তুলনায় প্রতিষ্ঠানটির উত্তোলন শেষ প্রান্তিকে বেশিই হবে বলে মনে করছে তারা।

এর আগে সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে বিএইচপির আকরিক লোহা উত্তোলনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে কোটি ৪০ লাখ টনে। যেখানে গত বছরের একই সময়ে উত্তোলন ছিল কোটি ৯০ লাখ টন। কিন্তু বিএইচপির বার্ষিক উত্তোলনের ক্ষেত্রে তেমন কোনো প্রবৃদ্ধি নাও আসতে পারে। প্রতিষ্ঠানটি মনে করছে বছরে সব মিলিয়ে তাদের উত্তোলনের পরিমাণ ২৭ কোটি ৬০ লাখ টন থেকে ২৮ কোটি ৬০ লাখ টনের মধ্যে থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন