ক্যান্সার চিকিৎসা ইলেট্রনিক ব্যাকিথেরাপি চালু করল গণস্বাস্থ্য নগর হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সার রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ইলেকট্রনিক ব্যাকিথেরাপি সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। আজ শনিবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, দেশে প্রথমবারের মতো এই সেবা দিতে যাচ্ছে তারা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলেট্রনিক ব্যাকিথেরাপি সেবায় রেডিয়েশন সমস্যা নেই। এবং এই থেরাপি গ্রহণ করলে রোগীর বমি বা অন্যান্য সমস্যা হয় না। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ও ইনসটিউটের প্রাক্তন চিকিৎসক অধ্যাপক ডা. মো. খোরশেদ আলমের সরাসরি তত্ত্বাবধানে এই থেরাপি সেবা দেয়া হবে। 

ইলেট্রনিক ব্যাকিথেরাপির সেবা ছাড়াও প্রতিষ্ঠানটি অল্প খরচে ক্যান্সার রোগীদের পরামর্শ, কেমোথেরাপি অনকো সার্জারিসহ অন্যান্য চিকিৎসা দিচ্ছে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন