আজ ‘লালজমিন’-এর ২৪৫তম প্রদর্শনী

ফিচার প্রতিবেদক

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন নাটক মঞ্চায়ন বন্ধ থাকার পর লালজমিন নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আবারো থিয়েটারের দরজা খোলে ২৮ আগস্ট। আজ গাজীপুর পুলিশ লাইনসে নাটকটির ২৪৫তম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জানা গেছে, পুলিশ সদস্যদের উজ্জীবিত করার জন্য মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এদিকে ২৪৫তম প্রদর্শনীর পর ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে আবারো লালজমিন মঞ্চায়িত হবে।

মুক্তিযুদ্ধভিত্তিক একক অভিনয়ের মঞ্চ নাটক লালজমিন শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনা। মান্নান হীরা রচিত নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এখানে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

মোমেনা চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে নাটক মঞ্চায়ন যখন বন্ধ তখন শুরুটা আমরাই করেছিলাম। এখন অনেকেই নাটক মঞ্চায়ন শুরু করেছে। এটা ভালো লাগছে। আমাদেরও কল শো-এর প্রস্তাব আসছে। আমার স্বাস্থ্যবিধি মেনে শোগুলোয় অংশগ্রহণ করব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন