মটোরোলা রেজার ফাইভজি

সেপ্টেম্বর রেজার ফাইভজি নামে নতুন একটি ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে মটোরোলা। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে ১৫ সেপ্টেম্বর বিশ্বের কয়েকটি বাজারে বিক্রি শুরু হয়েছে। বিশ্বের অন্য বাজারগুলোতেও শিগগিরই ডিভাইসটির সরবরাহ শুরু হবে। আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসের বিভিন্ন ফিচার স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন

কাঠামো  : প্লাস্টিক গ্লাসের তৈরি কাঠামোর ডিভাইসটির ফোল্ড খোলা অবস্থায় বডি ডাইমেনশন ১৬৯.২ী৭২.৬ী৭. মিলিমিটার এবং ফোল্ডিং অবস্থায় বডি ডাইমেনশন ৯১.৭ী৭২.৬ী১৬ মিলিমিটার

নেটওয়ার্ক সমর্থনজিএসএম, সিডিএমএ, এইচএসপিএ, ইভিডিও, এলটিই, ফাইভজি

সিম         : ন্যানো

ডিসপ্লে    : দশমিক ইঞ্চি ফোল্ডেবল পি-ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন     : ৮৭৬ী২১৪২ পিক্সেল

ওএস       : অ্যান্ড্রয়েড ১০

চিপসেট : অক্টা-কোর কোয়ালকম এডিএম ৭৬৫ স্ন্যাপড্রাগন

মেমোরি কার্ড         : স্লট নেই

র‌্যাম  অভ্যন্তরীণ স্টোরেজ : গিগাবাইট র‌্যাম  ২৫৬ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ

রিয়ার ক্যামেরা       :  ৪৮ মেগাপিক্সেল সিঙ্গেল

ফ্রন্ট ক্যামেরা        : ২০ মেগাপিক্সেল সিঙ্গেল

কানেক্টিভিটি          : ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

সেন্সর     : রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার

ব্যাটারি    : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন

সূত্র: জিএসএম এরিনা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন