নীরবতা ভাঙাবে প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’

ফিচার প্রতিবেদক

দীর্ঘ ছয় মাস নাট্যমঞ্চ বন্ধ থাকার পর নাটক মঞ্চস্থ করতে চলেছে নাট্যসংগঠন প্রাঙ্গণেমোর। বাংলাদেশ মহিলা সমিতির . নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোরের নাটক আওরঙ্গজেব মঞ্চায়িত হবে। ছয় মাস পর অধিকসংখ্যক শিল্পী নিয়ে এটাই কোনো নাটকের প্রথম মঞ্চায়ন। নাটকটিতে মোট ২২ জন শিল্পী অভিনয় করবেন। ওইদিন আওরঙ্গজেব নাটকের ৪৫তম মঞ্চায়ন হবে।

নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, সবুক্তগীন শুভ, বিপ্লব, প্রকৃতিসহ আরো অনেককেই অভিনয় করতে দেখা যাবে। নাটকটির মঞ্চ আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় রামিজ রাজু পোশাক পরিকল্পনায় রয়েছেন নূনা আফরোজ।

যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে নিষ্ঠুরতা, ধর্মের ব্যবহার বা যেকোনো অমানবিক কাজের বিরুদ্ধে বার্তা দিত আওরঙ্গজেব মসনদ আর রাষ্ট্র ক্ষমতার লড়াই যুগে যুগে একই বৃত্তে ঘুরতে থাকে। এসবকে ঘিরেই আওরঙ্গজেব মঞ্চ নাটকের কাহিনী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন