কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক

কানাডাতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন করোনা সেলের প্রধান সমন্বয়ক ড. খলিলুর রহমান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. খলিলুর রহমান ১৯৮৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার হিসেবে যোগ দেন। তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের বাইরে মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডাবলুএইচও) ঊর্ধ্বতন পদেও কাজ করেছেন।

ড. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। এর পাশাপাশি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক এর উপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার উপর এমফিল সম্পন্ন করেছেন। আর নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের উপর পিএইচডি সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে ড. খলিলুর রহমান দুই সন্তানের জনক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন