দুইদিন প্রগতি লাইফের লেনদেন স্পট মার্কেটে

নিজস্ব প্রতিবেদক

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ১০ আগস্ট কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। সময়ে ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় ১১ আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রগতি লাইফ। তার আগের হিসাব বছরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৫৩ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রগতি লাইফ শেয়ারের সর্বশেষ দর ছিল ১১১ টাকা ১০ পয়সা, আগের দিনের চেয়ে যা ১০ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেশি। সমাপনী দরও ছিল ১১১ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৭৩ টাকা ৩০ পয়সা থেকে ১৬৯ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন