পরিস্থিতির ক্রমাবনতি অব্যাহত থাকতে পারে: ডব্লিউএইচও

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমান্বয়ে আরো খারাপের দিকে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেইসাস। জেনেভায় সংস্থাটির সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ যদি স্বাস্থ্যসেবায় কঠোর সতর্কতামূলক অবস্থান বজায় রাখতে না পারে, তাহলে মহামারী পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। খবর এনডিটিভি।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায়ই বলছি, অনেক বেশিসংখ্যক দেশ এখন মহামারী মোকাবেলায় ভুল পথে এগোচ্ছে। ফলে এখনো সবচেয়ে বড় গণশত্রু হিসেবে থেকেই গিয়েছে ভাইরাসটি। 

টেড্রোস অ্যাডহ্যানম বলেন, মহামারী থামানোর একমাত্র উপায় হলো মৌলিক সতর্কতামূলক পদক্ষেপগুলোর বাস্তবায়ন। কিন্তু তা হচ্ছে না। ফলে পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গতকাল রাত ১১টা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় কোটি ৩০ লাখ মানুষের। লাখ ৭০ হাজার ছাড়িয়েছে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন